Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৭:৩০ পি.এম

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

কুমিল্লার হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উজানচর-ভবানীপুর নৌকাঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী এবং একজন যুবক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা নৌকায় পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড়ো হাওয়া শুরু হলে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। নিহত দুই নারী হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের বাসিন্দা এবং নিহত যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, বজ্রসহ ঝড়ো আবহাওয়ার সময় খোলা জায়গায় অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। স্থানীয়দের ভাষ্যমতে, বজ্রপাতের আগে আকাশে গাঢ় মেঘ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছিল। হঠাৎ বজ্রপাতের ঘটনায় উপস্থিত লোকজন হতভম্ব হয়ে পড়েন। পরে আশপাশের মানুষ দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন