Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৬:৪৯ পি.এম

৩০০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা; দেখুন তালিকা

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে, যা নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জামায়াত সূত্রে জানা গেছে, বর্তমান প্রাথমিক তালিকাটি এখনো চূড়ান্ত নয়। সময়, রাজনৈতিক প্রেক্ষাপট, জনমত ও নির্বাচনী মাঠের বাস্তবতা বিবেচনায় চূড়ান্ত তালিকায় পরিবর্তন আনা হতে পারে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে দলীয় পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি রয়েছে। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, “আমাদের লক্ষ্য হলো যোগ্য, জনপ্রিয় ও কর্মীবান্ধব প্রার্থী নির্বাচন করা। জনগণের আকাঙ্ক্ষা ও আমাদের আদর্শের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রার্থী তালিকা তৈরি করছি।” প্রকাশিত খসড়া তালিকায় দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলার প্রতিটি সংসদীয় আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা, পেশাজীবী, শিক্ষাবিদ, সাবেক জনপ্রতিনিধি এবং নতুন মুখ। ৩০০টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম সম্বলিত তালিকা নিম্নে তুলে ধরা হলো: পঞ্চগড়–১: প্রফেসর ইকবাল হোসায়িনপঞ্চগড়–২: মুহাম্মাদ সাফিউল্লাহ সুফীঠাকুরগাঁও–১: দেলাওয়ার হোসায়িনঠাকুরগাঁও–২: মাওলানা আবদুল হাকিমঠাকুরগাঁও–৩: মিজানুর রহমান দিনাজপুর–১: মোঃ মাৎিউর রহমানদিনাজপুর–২: প্রিন্সিপাল মাওলানা এ কে এম আফজলুল আনামদিনাজপুর–৩: অ্যাডভোকেট মাইনুল আলমদিনাজপুর–৪: মোঃ আফতাব উদ্দিন মোল্লাদিনাজপুর–৫: মাওলানা আনোয়ার হোসায়িনদিনাজপুর–৬: মোঃ অনোয়ারুল ইসলাম নীলফামারী–১: মাওলানা আব্দুস সাত্তারনীলফামারী–২: ড. খাইরুল আলমনীলফামারী–৩: ওবায়দুল্লাহ খান সালাফিনীলফামারী–৪: হাফিজ আব্দুল মনতাকিম লালমনিরহাট–১: আনোয়ারুল ইসলাম রাজুলালমনিরহাট–২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লভলুলালমনিরহাট–৩: প্রবাহ্কার হারুন আর রশিদ রংপুর–১: প্রফেসর রায়হান সিরাজীরংপুর–২: এটিএম আযহারুল ইসলামরংপুর–৩: প্রফেসর মাহবুবুর রহমান...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন