আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টায় চান্দিনা আল-আমিন মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা এহতেশামুল হক কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ দা.বা.। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি সাইফুল ইসলাম সরকার ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আ.ম.ম. উবাইদুল হক। [caption id="attachment_3298" align="aligncenter" width="830"] ছবি: সংগৃহীত[/caption] কর্মসূচির সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জনাব সোলায়মান সরকার। এতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি মাওলানা মারুফ হোসেন ও মুফতী ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, প্রশিক্ষণ সম্পাদক মুফতী সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মাহদী হাসানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর বিজয়ের জন্য মাঠপর্যায়ের প্রতিটি দায়িত্বশীলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের কাছে ইসলামী আন্দোলনের আদর্শ পৌঁছে দেওয়াই এখন মূল করণীয়।” নেতারা আরও জানান, নির্বাচনে সুষ্ঠু প্রস্তুতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।