
সনাতন ধর্মের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিক পালন করছে। সে ধারাবাহিকতায় চান্দিনায় রাজকালীবাড়ি মন্দির পরিদর্শন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা। বুধবার (১লা অক্টোবর) পূজামন্ডপে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দিরের সভাপতি, সহ-সভাপতির সাথে মতবিনিময় করেন।
এসময় মেজর নাজিম-উদ-দৌলা বলেন- ‘দুর্গোৎসবকে ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার ও সেনা সদস্যদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে ছিল বাড়তি টহল ও নজরদারি। আমরা সকলের মঙ্গল কামনা করছি এবং দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা হবে’।
এসময় উপস্থিত ছিলেন ৪৪ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এনামুল হক, অধিনায়ক ৩ ই বেঙ্গল রেজিমেন্ট, চান্দিনা ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ,চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইন চার্জ (ওসি) রুহুল আমিন।
আবু সাঈদ 











