
অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের একটি তালিকাকে ভুয়া দাবি করেছে দলটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিষয়টি স্পষ্ট করেন।
রিজভী বলেন, কোনো একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপি’র প্রার্থীদের নামের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। বাস্তবে বিএনপি’র দপ্তর থেকে এ ধরনের কোনো তালিকা গণমাধ্যমে পাঠানো হয়নি। ফেসবুকে ছড়ানো তথাকথিত তালিকাটি সম্পূর্ণ বানোয়াট, ভুয়া এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তাই এ ধরনের ভুয়া তথ্য দেখে নেতাকর্মীসহ সাধারণ জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে রিজভী দৃঢ়ভাবে বলেন, বিএনপি’র প্রার্থীদের বিষয়ে যেকোনো সঠিক ও প্রমাণিত তথ্য শুধুমাত্র দলীয় দপ্তরের মাধ্যমেই গণমাধ্যমে পৌঁছানো হবে। ফেসবুক বা অননুমোদিত কোনো সূত্র থেকে প্রচারিত তালিকা বিএনপি’র নয়।
Reporter Name 













