Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১:১৫ এ.এম

এ.কে.এম সামছুল হক মাস্টার কে সভাপতি করে এলডিপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

আবু সাঈদঃ  রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এলডিপি সভাপতি বীর বিক্রম ড. কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের প্রতি অত্যধিক প্রীতি দেশের জনগণকে অতিষ্ঠ করেছে। তিনি উল্লেখ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনো বাংলাদেশের কল্যাণের চিন্তা করেননি। তিনি বলেন, “আমরা ভারতের হিন্দু জনগণের বিরুদ্ধে নই, বরং ভারতের বর্তমান সরকারের নীতির প্রতিবাদী। যারা ভারতের স্বার্থে বাংলাদেশকে বিক্রি করবে, তাদের প্রতিও কঠোর অবস্থান নেওয়া হবে।” সভায় এলডিপি সভাপতি আরও বলেন, দেশের অর্থনীতিতে একাধিক বিশাল কোম্পানি, যেমন এস আলম, স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় দেশের সম্পদের বড় অংশ দখল করেছে। এর ফলে দেশের প্রায় অর্ধেক সম্পদ কয়েকজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি নিশ্চিত করতে ভূমিকা রাখছেন। এছাড়া, এলডিপি সভাপতি নির্বাচনী পদ্ধতি নিয়ে সমালোচনা জানিয়ে বলেন, প্রাইভেট রিলেশন (পিআর) প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নির্বাচন হলে জনগণের অংশগ্রহণ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, “গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের প্রত্যক্ষ ভোটে প্রার্থী নির্বাচন করা।” সম্মেলনের বিশেষ অতিথি এলডিপি মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের কারণে আমরা স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী আর দেশের মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না।” তিনি নির্বাচন ও বিচার ব্যবস্থার চলমান প্রক্রিয়া সম্পর্কে বলেন, এটি সময়সাপেক্ষ এবং...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন