Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:১৬ পি.এম

জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের উদ্যোগ, জাতীয় পতাকার আদলে নতুন নকশা

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তনের প্রক্রিয়া চলছে। দলীয় সূত্রে জানা গেছে, পুরাতন প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ঠিক রেখে নতুন লোগোটি জাতীয় পতাকার আদলে নকশা করা হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে দলের নতুন লোগো। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। সাক্ষাৎকালে সেখানে একটি নতুন লোগো দেখা যায়, যা জাতীয় পতাকার আদলে তৈরি। এরপর থেকেই দলটির লোগো পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, “আমাদের লোগো পরিবর্তনের কাজ চলছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি ডিজাইন তৈরি করা হয়েছে। তবে কোনটি চূড়ান্ত হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আজকের বৈঠকে যে লোগোটি দেখা গেছে, সেটি ভুলবশত ছবিতে চলে এসেছে।” তিনি আরও বলেন, “লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটিই অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহার করা হবে।” লোগো পরিবর্তনের কারণ জানতে চাইলে মাওলানা হালিম বলেন, “আমরা পূর্বের লোগো কখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যমে সেটি ব্যবহৃত হতো। এবার আমরা একটি অফিসিয়াল লোগো নির্ধারণ করতে যাচ্ছি।”

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন