
ছালাউদ্দিন রিপনঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় পূজামণ্ডপগুলোতে যৌথ টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
জানা গেছে, ২০ জুলাই ২০২৪ থেকে ইন এইড টু সিভিল পাওয়ার আইনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তারা চাঁদাবাজি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টা ৫৪ মিনিটে চান্দিনা ক্যাম্পের তত্ত্বাবধানে একটি যৌথ টহল পরিচালিত হয়। টহল দলের নেতৃত্ব দেন চান্দিনা ক্যাম্প কমান্ডার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি)।
এসময় তারা মোট ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী, আনসার সদস্য ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি মনিটরিং সিস্টেম এবং অগ্নি নির্বাপক ব্যবস্থাও ঘুরে দেখা হয়।
পরিদর্শন শেষে জানানো হয়, অধিকাংশ পূজামণ্ডপে প্রস্তুতি কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে এবং পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Reporter Name 











