
আবু সাঈদঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনায় ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের নেতাকর্মীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশে কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান এর সঞ্চালনায় বক্তৃতা করেন – কুমিল্লা-১ দাউদকান্দি আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান ফরাজী পীর সাহেব সূর্যপুর।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহ্হাব শিবলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফী, জেলা নির্বাহী সদস্য মাওলানা আবু ইউসুফ, মাওলানা শামিম আল হাসান, জেলা যুব মজলিস সভাপতি মো.ওবায়দুল্লাহ খান সহ জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি নির্বাচন ও প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি তুলে ধরেন।
জনগণের ভোটাধিকার ন্যায় বিচার, সুষ্ঠু নির্বাচন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ৬ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
Reporter Name 










