
ছালাউদ্দিন রিপনঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চান্দিনা উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ রাজ কালিবাড়ি প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। (২৬ সেপ্টেম্বর-শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা -৭ চান্দিনার সম্ভাব্য সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
সভায় সভাপতিত্ব করেন চান্দিনা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক গৌরাঙ্গ সাহা। এসময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিরা উপস্থিত নেতৃবৃন্দের হাতে পূজার জন্য বস্ত্র তুলে দেন।

আতিকুল আলম শাওন তার বক্তব্যে বলেন, “বিগত দিনগুলোর মতোই আমি হিন্দু সম্প্রদায়ের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। চান্দিনার প্রতিটি পূজা মণ্ডপে কমিটি গঠন করা হয়েছে এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, যেন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত সমাধান করা যায়।”
Reporter Name 












