Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৯:১৩ পি.এম

পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ছালাউদ্দিন রিপনঃ  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোকামবাড়ী শাহী ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চান্দিনা উপজেলা সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী উজানী। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, সহ-সভাপতি মাওলানা মারুফ হোসাইন, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতী সাইফুল ইসলাম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা উত্তর জেলার সভাপতি আ.ম.ম. উবাইদুল হক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান এবং ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী। বক্তারা তাদের বক্তব্যে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে সমান সুযোগ সৃষ্টি (লেভেল প্লেয়িং ফিল্ড), ফ্যাসিবাদী শক্তির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন