Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:৩১ পি.এম

জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, জামায়াতের সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে যে জটিলতার কথা বলা হচ্ছে, তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইন অনুযায়ী কমিশন তার দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও করবে। কোনো অবস্থাতেই আইনের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেবে না। তাই আইন যেভাবে আছে, সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে কাজ করছি। পূর্ববর্তী নির্বাচনে যেসব কর্মকর্তা অবৈধ কাজে জড়িত ছিলেন, তাদের নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে রাখা হবে। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত “ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালার আয়োজন করে সিবিটিইপি প্রকল্প। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং পুলিশ সুপার রেজাউল করিমসহ অনেকে বক্তব্য রাখেন। উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ পাঁচ দফা দাবি তুলে ধরে কর্মসূচি ঘোষণা করে। সেই দাবির...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন