Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১১:২৯ পি.এম

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার পুরো ভাষণ

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বক্তব্য শুরু করেন তিনি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন, চলমান সংস্কার, রোহিঙ্গা ইস্যু, গাজা,  মধ্যপ্রাচ্য ইস্যুসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। চান্দিনা মেইলের পাঠকদের জন্য প্রধান উপদেষ্টার পুরো বক্তব্য হুবহু দেওয়া হলো!! বিসমিল্লাহির রাহ্‌মানির রাহিম মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ণ! জাতিসংঘের ইতিহাসে পঞ্চম নারী হিসেবে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। একই সাথে জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষে এই মহান পরিষদে উপস্থিত সব সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানাচ্ছি। এবারের অধিবেশন অতীত দর্শন ও ভবিষ্যতের রূপরেখা তৈরি—উভয়ের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। গত আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, বিশ্বব্যাপী মানুষের জীবনমানের উন্নয়ন, ন্যায়বিচার, ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্য ভূমিকা রেখেছে। জাতিসংঘের কারণেই আজ বিশ্বের ১২০টি দেশের প্রায় ১৩ কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং ৪৫ শতাংশ শিশু-কে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে। জাতিসংঘের সংস্থাগুলো বহুপক্ষীয় সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, টিকা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি গত কয়েক দশকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন