Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ২:৩৭ পি.এম

চান্দিনায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল

আবু সাঈদঃ  জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু, সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিতকরণ, বর্তমান সরকারের ফ্যাসিস্ট কর্মকাণ্ডের বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোকামবাড়ি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চান্দিনা বাজার প্রদক্ষিণ শেষে চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আমিনুল ইসলাম বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ন্যায্য দাবি আদায়ের জন্য এই আন্দোলন অব্যাহত থাকবে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি এডভোকেট সাইফুল আলম। এছাড়া আরও বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আহাদ, পৌর সেক্রেটারি ইয়াহিয়া রায়হান, সহকারী সেক্রেটারি মাসুম শরীফ, মাওলানা ইলিয়াস সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চান্দিনা উপজেলা সভাপতি আব্দুল আলীম মজুমদার, কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর কর্মপরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার এবং পৌর ৩ নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ প্রমুখ।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন