Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:২১ পি.এম

খাল ভরাট করে স’মিল ব্যবসা চালাচ্ছেন সাবেক যুবদল নেতা

আবু সাঈদ: কুমিল্লার চান্দিনায় সরকারি খাল ভরাট করে স’মিল ব্যবসা সাজিয়ে বসেছেন লোকমান হোসেন শাহজাহান নামে সাবেক এক যুবদল নেতা। খালটি ভরাটের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ মহিচাইল বাজার, মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয় সহ আশ-পাশের বাড়ির পানি নিস্কাশনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। মহিচাইল বাজারের যে পুকুরটির সাথে ‘ছোরা’ খালটির সংযোগ ওই সংযোগ স্থলেই খালটির প্রায় আড়াইশ ফুট ভরাট করায় পানি নিষ্কাশনের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খাল ভরাট উচ্ছেদের মাধ্যমে খালটি পুনঃখনন করে পানি নিস্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মহিচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত ওই অভিযোগটি দায়ের করেন তিনি। লোকমান হোসেন শাহজাহান চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে।  তিনি চান্দিনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি। তবে তিনি এলাকায় আধিপত্য ধরে রাখতে রাজনৈতিক দল বদল করেছেন কয়েকবার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের এমপি’র ঘনিষ্ঠজন হয়ে আওয়ামী লীগের রাজনীতিও করেছেন। তিনবার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনও। ৫ আগস্টের পর আবারও ফিরেছেন বিএনপির রাজনীতিতে। প্রধান শিক্ষকের দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে- বাজার সংলগ্ন পুকুরটিতে মহিচাইল উচ্চ বিদ্যালয়, মহিচাইল বাজার, মহিচাইল বালিকা উচ্চ বিদ্যালয় ও আশপাশের বাড়ির বৃষ্টির পানি বাজার সংলগ্ন পুকুরটিতে জমে। ওই পুকুরের সাথে সংযুক্ত ছিল একটি খাল। যা সিএস ম্যাপ থেকে শুরু করে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন