Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:০৪ এ.এম

মালদ্বীপে অবৈধ ব্যবসায় জড়িত দুই বাংলাদেশি গ্রেফতার

ছালাউদ্দিন রিপনঃ  মালদ্বীপে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম সান এমভি এ তথ্য প্রকাশ করে। প্রশাসন জানায়, জাতীয় পর্যায়ে পরিচালিত চলমান অভিযানের অংশ হিসেবে রাজধানী মালদ্বীপের হুলহুমালে শহরে এ অভিযান চালানো হয়। এসময় ৩৭ বছর বয়সী মো. শামীম মিয়া ও ২২ বছর বয়সী আলা উদ্দিন নামের দুই বাংলাদেশিকে আটক করা হয়। অভিযানে পুলিশকে সহযোগিতা করে মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগ ও কাস্টমস সার্ভিসের অন্তত ১৩ জন কর্মকর্তা। তদন্তে জানা যায়, হুলহুমালের একটি ভবনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেটের বাক্স, তামাকজাত দ্রব্য, নগদ স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার জব্দ করা হয়েছে। পুলিশ নিশ্চিত করেছে, আটক দুই প্রবাসী দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অভিযান শেষে গ্রেফতারকৃতদের মালদ্বীপ ইমিগ্রেশন বিভাগে হস্তান্তর করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন