Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১০:৪১ এ.এম

চাঁদাবাজির অভিযোগে আটক জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা দল থেকে বহিষ্কার 

ছালাউদ্দিন রিপনঃ  কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে আটক হওয়া জাতীয়তাবাদী শ্রমিকদলের এক শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, গত রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনা কার্যালয় থেকে আহ্বায়ক মো. আলাউদ্দিনকে যৌথবাহিনী আটক করে। পরে তাকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়। আলাউদ্দিন মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি চান্দিনা পৌর জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক এবং কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। চাঁদাবাজির অভিযোগের ঘটনায় তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল কুমিল্লা উত্তর জেলা। বহিষ্কারাদেশ অনুমোদন করেন জেলা আহ্বায়ক মিঞা মো. মিজানুর রহমান এবং সদস্য সচিব মোহাম্মদ আলমগীর। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদক মো. সাইমুল ইসলাম আখন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন