Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৩:৫০ পি.এম

সালমান শাহ’র মৃত্যুর মামলার রিভিশন শুনানি ১৩ অক্টোবর

অনলাইন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের শুনানি পিছিয়ে আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই নতুন তারিখ নির্ধারণ করেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মারা যান ঢালিউডের সুপারস্টার সালমান শাহ। গুলশানের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমদিকে বিষয়টি আত্মহত্যা হিসেবে দেখানো হলেও পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই হত্যার অভিযোগ তোলা হয়। দীর্ঘ তদন্ত ও নানা পর্যায়ের অনুসন্ধানেও মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক থেকে যায়। সালমান শাহ নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে নায়ক হিসেবে এক নতুন ধারা তৈরি করেছিলেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি রূপালি, কেয়ামত থেকে কেয়ামত, অঞ্জলি, প্রেমযুদ্ধ, স্বপ্নের পৃথিবী, এই ঘর এই সংসারসহ প্রায় ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। চিরচেনা রোমান্টিক ইমেজ ও অভিনয়ের স্বকীয়তা তাকে তরুণদের আইকনে পরিণত করে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন