২১ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ ও শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.)-এর ৩২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। প্রখর মেধা ও ধীশক্তির অধিকারী এই মনীষী তার ৫৩ বছরের জীবন পঠন পাঠন ও জ্ঞান গবেষণায় অতিবাহিত করেছেন। বাংলাদেশে যে সকল মহান মনীষী নীরবে-নিভৃতে ইলমে হাদিসের শিক্ষাদান করে গেছেন, এমনই একজন নীরব সাধক হলেন মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.)। তিনি লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন টুমচর গ্রামে ০১ মার্চ, ১৯৪০ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মুনসী নূর আহমদ। তিনি শৈশবে বাড়ির মক্তবেই শিক্ষা জীবন শুরু করেন। মক্তবের শিক্ষা শেষে তাঁকে নিজ গ্রামের বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ভর্তি করা হয়। মাওলানা মুহাম্মদ ইসমাইল টুমচরী (রহ.) ছোটকাল থেকেই আদব-আখলাকে সচ্চরিত্রের অধিকারী ছিলেন। যারা কারণে তিনি মাদরাসার সকল উস্তাদের নজরদারীতে পড়াশনায় মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হন। এ মাদরাসা হতে তিনি ১৯৫৭ সালে দাখিল, ১৯৬১ সালে আলিম এবং ১৯৬৩ সালে ফাজিল পরীক্ষায় ১ম বিভাগে ১ম স্থান অধিকার করে কৃতিত্বের সাথে পাশ করেন। এরপর তিনি ছারছিনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসায় কামিল শ্রেণিতে হাদিস বিভাগে ভর্তি হন। এ মাদরাসা হতে তিনি ১৯৬৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে কামিল পাশ করেন। তিনি এখানে যুগশ্রেষ্ঠ আলেম, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নিয়াজ মাখদুম খোতানী (রহ.)-এর নিকট...