Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:০৩ পি.এম

চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত চার মাদক ব্যবসায়ী আটক

ছালাউদ্দিন রিপনঃ  কুমিল্লার চান্দিনা উপজেলায় সেনাবাহিনী ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে চারজন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানের সময় ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিপুল পরিমাণ মাদকসামগ্রী জব্দ করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে দাউদকান্দি আর্মি ক্যাম্পের একটি দল চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় এ অভিযান চালায়। এসময় আটক হন স্থানীয়ভাবে ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত মোছাঃ রুমা, রিদয় মিয়া, মোঃ জাহাঙ্গীর ও মোঃ শহিদুল ইসলাম। আটকদের কাছ থেকে ২৯ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, নগদ ২৫ হাজার ৩২০ টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে সেনাবাহিনীর ৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সূত্রে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক চারজনকে উদ্ধারকৃত মালামালসহ চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। প্রসঙ্গত; ২০২৪ সালের জুলাই থেকে “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় মাঠে রয়েছে সেনাবাহিনী। দায়িত্ব পালনের শুরু থেকেই তারা মাদক দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদক নির্মূল ও যুবসমাজকে রক্ষায় তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন