Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৫, ৮:৪২ পি.এম

কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিশাল সমাবেশ

অনলাইন ডেস্ক: কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সোমবার এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বসবাসরত কুমিল্লা জেলার নাগরিকসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে এই কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। “দাবি নয়, অধিকার—কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই” এই মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকাস্থ কুমিল্লা সমিতির সভাপতি এ বি এম শাহজাহান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা নাগরিক পরিষদের আহ্বায়ক ড. শাহ মোহাম্মদ সেলিম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং নাগরিক পরিষদ কুমিল্লার যুগ্ম সদস্য সচিব মিয়া মো. তৌফিক। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার জুবায়ের আহম্মেদ ভুঁইয়া, গোলাম সামদানী, সফিউল বশর, ফারুক ভুঁইয়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা। দেশের অন্যান্য জেলার নামে বিভাগ গঠন হলেও কুমিল্লাকে এখনও তার প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা বিভাগের দাবি থাকলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা আরও বলেন, কুমিল্লাকে “কু” বলে অপমান করা হয়েছে, যা কুমিল্লাবাসীর আত্মমর্যাদায় আঘাত করেছে। সমাবেশে বক্তারা সরকারের কাছে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন