
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে চলছে পাল্টাপাল্টি। একপক্ষ পছন্দের কাউন্সিলর পেতে চেষ্ঠা করছে। অন্যপক্ষ এবার এর বিরোধীতা করে সংবাদ সম্মেলন করছে। এর মাঝেই আজ বিসিবি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তাদের দেয়া সিডিউল অনুযাযী বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন এবং পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি, সহসভাপতি নির্বাচন হবে আগামী ৬ই অক্টোবর। তফসিল অনুযায়ী, ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ৬ই অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনীত কাউন্সিলররা ভোট দেবেন। এরপর ভোট গণণা হবে। সন্ধ্যা ৬টায় ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন একইদিন রাত সাড়ে সাতটায়। রাত ন’টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করা হবে। বিসিবি আজ রাত সাতটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে খসড়া ভোটার তালিকা সংগ্রহ করা যাবে।
বিসিবির ওয়েবসাইটেও খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৩শে সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করা হবে। ২৪শে সেপ্টেম্বর আপত্তির ওপর শুনানি হবে। ২৫শে সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৬ ও ২৭শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করবে বিসিবি। ২৮শে সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করতে হবে।
২৯শে সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাই করে তালিকা প্রকাশ করবে। ৩০শে সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১লা অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।
Reporter Name 















