Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৪:৫৬ পি.এম

দুর্নীতির বিরুদ্ধে ফিলিপাইনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ দুর্নীতি-বিরোধী বিক্ষোভ করেছেন। বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হওয়ায় রোববার দেশটির ক্ষুব্ধ জনতা ওই বিক্ষোভ করেছেন। বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সম্ভাবনা ঘিরে রাতেই দেশটির পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যদেরও মোতায়েন করা হয়। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ও চরম মূল্যস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। দেশটিতে এই বিক্ষোভে পুলিশি সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটে। ম্যানিলায় রোববারের বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’’ লেখা ব্যানার নিয়েও বিক্ষোভ করেন এবং দুর্নীতিতে জড়িতদের বিচারেরে দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। ছাত্র আন্দোলনকর্মী আলথিয়া ট্রিনিদাদ মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘‘আমরা দারিদ্র্যের মাঝে ডুবে আছি। আমাদের ঘরবাড়ি, জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছি, অথচ তারা আমাদের করের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনে, বিদেশ ভ্রমণ করে এবং বিশাল বিশাল ব্যবসা করে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’’ তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে মানুষ আর শোষণের শিকার হবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, রোববার সকালের দিকে রাজধানী ম্যানিলার লুনেটা পার্কে প্রায় ১৩ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। চলতি বছরের জুলাইয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন