
আবু সাঈদঃ
প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক তদারকি করবেন প্রশাসনের কর্মকর্তারা
কুমিল্লার চান্দিনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তদারকির দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
এতে বক্তৃতা করেন সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের মেজর মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, পৌর এলডিপি সাধারণ সম্পাদক মো. শাহআলম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি, উপজেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা শিক্ষা অফিসার রওশন আবার, চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট সভাপতি গৌরাঙ্গা সাহা, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদ সিনিয়র সহ-সভাপতি লক্ষণ চন্দ্র সাহা, চান্দিনা উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক আইচ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিমাই মজুমদার, পূজা উদযাপন ফ্রন্ট সাধারণ সম্পাদক কার্তিক মেম্বার, অধ্যাপক শ্রীধর বণিক, চান্দিনা প্রেস ক্লাব সভাপতি রণবীর ঘোষ কিংকর প্রমুখ।
সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে প্রতিটি রাজনৈতিক দল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও।
Reporter Name 











