Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৫, ৮:১৭ পি.এম

চান্দিনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলায় পৃথক অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে এবং অপর দুজনকে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চান্দিনা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে চান্দিনা থানা পুলিশ। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— চান্দিয়ারা ভূঁইয়া বাড়ির মৃত তৈয়ব আলী ভূঁইয়ার ছেলে ও চান্দিনা পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফারুকুল ইসলাম ভূঁইয়া, বেলাশ্বর কচুয়ারপাড় গ্রামের মৃত জুলফু মিয়ার ছেলে ও পৌর তাঁতী লীগ সভাপতি মো. মাহবুব আলম এবং হাসিমপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও বাতাঘাসি ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন। এছাড়া, পূর্বের দুইটি মামলার আসামি হিসেবে মাধাইয়া ইউনিয়নের যুবলীগ নেতা ও নাওতলা গ্রামের বাসিন্দা কামরুল হাসান (কুট্টি) কে আটক করা হয়েছে। অপরদিকে বেলাশ্বর গ্রামের কুটু মিয়ার ছেলে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামকে বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেফতার করা হয়েছে। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “আটককৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে। অন্য তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। গত বছর জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় চান্দিনা বাসস্টেশনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে আহত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এদিকে চিহ্নিত এসব আওয়ামী নেতাকর্মীর গ্রেফতারে স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। সুশীল সমাজের প্রতিনিধিরা বলেছেন, “এরা দীর্ঘদিন...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন