Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৮:৪৪ পি.এম

ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমারা, বাস্তবে এটির কোনো প্রভাব থাকবে?

  আগামী সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, কানাডাসহ প্রায় ১০টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথম এ উদ্যোগের কথা জানান, যার পরপরই অন্যান্য দেশগুলো তার পদাঙ্ক অনুসরণ করে। ফিলিস্তিন রাষ্ট্রের বর্তমান অবস্থান ১৯৮৮ সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (PLO) ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই দক্ষিণ গোলার্ধের বহু দেশ দ্রুত স্বীকৃতি দেয়। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ ২০২৫ সালের জানুয়ারিতে মেক্সিকো এই তালিকায় যুক্ত হয়। তবে জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পেতে হলে নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশ এতদিন দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিল। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও গাজায় চলমান সহিংসতার প্রেক্ষিতে তারা তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। ফিলিস্তিনের প্রশাসনিক কাঠামো বর্তমানে ফিলিস্তিনের কূটনৈতিক মিশনগুলো পরিচালনা করে ফিলিস্তিন অথরিটি (PA), যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তার প্রশাসন পশ্চিমতীরের কিছু অংশে সীমিত ক্ষমতা প্রয়োগ করে, যা ইসরায়েলের সঙ্গে চুক্তির ভিত্তিতে পরিচালিত। PA ফিলিস্তিনিদের পাসপোর্ট প্রদান, স্বাস্থ্য ও শিক্ষা খাতের দায়িত্ব পালন করে। অন্যদিকে, গাজা উপত্যকা ২০০৭ সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে। ২০০৬ সালের নির্বাচনের পরবর্তী গৃহযুদ্ধে ফাতাহ মুভমেন্টকে বিতাড়িত করে হামাস ক্ষমতা গ্রহণ করে। যদিও PA এখনও গাজার সরকারি কর্মচারীদের বেতন প্রদান করে থাকে। আন্তর্জাতিক স্বীকৃতি ও সীমাবদ্ধতা...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন