Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৯:৩৫ পি.এম

চান্দিনার এতবারপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

আবু সাঈদ: কুমিল্লার চান্দিনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৯ই সেপ্টেম্বর) বাদ আসর মধুসাইর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এতবারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শাখার সভাপতি জনাব আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)। তিনি তার বক্তব্যে বলেন— “চান্দিনাকে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ ও ইভটিজিং মুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হলে হাতপাখার বিজয় নিশ্চিত করা প্রয়োজন। যদি হাতপাখা বিজয়ী হয়, তাহলে ১০০ টাকার বাজেট আসলে ১০০ টাকারই কাজ হবে, ১ টাকা এদিক-সেদিক হবে না ইনশাআল্লাহ।” ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সহ-সভাপতি এইচ এম শাহজালালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি ইসমাইল হোসেন, দাওয়াহ ও প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহাদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ কাজী, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি এতবারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শাহপরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এতবারপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন। এছাড়াও সম্মেলনে ইউনিয়ন ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন