Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:২১ পি.এম

স্বর্ণের দামে ফের রেকর্ড

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণ ও রূপার দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পৌঁছেছে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন মূল্য বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী: ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) মূল্য (টাকা) ২২ ক্যারেট ১ ভরি ১,৮৯,৬২২ ২১ ক্যারেট ১ ভরি ১,৮১,০০২ ১৮ ক্যারেট ১ ভরি ১,৫৫,১৪৩ সনাতন ১ ভরি ১,২৮,৭০১ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে। স্বর্ণের পাশাপাশি রূপার দামেও পরিবর্তন এসেছে। নতুন মূল্য অনুযায়ী: ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) মূল্য (টাকা) ২২ ক্যারেট ১ ভরি ৩,৪৭৬ ২১ ক্যারেট ১ ভরি ৩,৩১৩ ১৮ ক্যারেট ১ ভরি ২,৮৪৬ সনাতন ১ ভরি ২,১৩৫ এর আগে ৯ সেপ্টেম্বর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছিল। সেই দামই এতদিন পর্যন্ত ছিল দেশের সর্বোচ্চ। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং স্থানীয় চাহিদার প্রভাবেই...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন