Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১:১৩ পি.এম

মালদ্বীপের থিনাধু আইল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনের ভ্রাম্যমান সেবা ক্যাম্প

ছালাউদ্দিন রিপনঃ মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সেবাদানে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশনের একটি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ১১ থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গাফ ঢাল এটলের থিনাধু আইল্যান্ড পরিদর্শন করেছে। কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিজ শিরিন ফারজানা, কল্যাণ সহকারী আল মামুন পাঠান এবং কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ। থিনাধুতে অবস্থানরত প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশির জন্য স্থানীয় একটি স্কুলে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার ও কল্যাণ সেবা ক্যাম্প আয়োজন করা হয়। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট ও এমআরপি আবেদনের এনরোলমেন্ট, ওয়েজআর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য কার্ডসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করেন। বিশেষভাবে মোবাইল ডিভাইসের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিক কার্ড প্রদানের ব্যবস্থা প্রবাসীদের কাছে প্রশংসিত হয়। ক্যাম্প চলাকালীন প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স প্রেরণ, ই-পাসপোর্ট সেবা, ওয়েজআর্নার্স কল্যাণ বোর্ডের সুবিধা, স্বাস্থ্য-সুরক্ষা ও স্থানীয় আইন-কানুন সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অবৈধ ব্যবসা ও মাদক থেকে বিরত থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল থিনাধু সিটি কাউন্সিলের সাথে সৌজন্য বৈঠকও করে। বৈঠকে প্রবাসীদের যেকোনো সমস্যায় কাউন্সিলের সহায়তা কামনা করা হয় এবং বিশেষ করে আনডকুমেন্টেড বাংলাদেশিদের বৈধকরণে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়। কাউন্সিলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়। উল্লেখ্য, প্রবাসীদের সহজলভ্য সেবা প্রদানের লক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশন এর আগে আড্ডু সিটি, লামু-গ্যান, মাফুসী, থুড্ডু...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন