Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:৪৭ পি.এম

প্রবাসী সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের মতবিনিময় সভা

  মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানী মালের ম্যানহাটন বিজনেস হোটেলে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ এবং মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাত হোসেন প্রবাসী সাংবাদিকদের অবদানকে প্রশংসা করে বলেন, “প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক উন্নয়নে সহায়ক।” সভায় বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা প্রবাসীদের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপ-বাংলা সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ ২৪ এবং ঢাকা পোস্টের প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, প্রবাস মেলার প্রতিনিধি ও ওয়ান নিউজ বিডির সহ-সভাপতি মো. রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আব্দুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মো. সোহেল রানা। এছাড়া বাংলাদেশ ফোরাম মালদ্বীপের প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মো. দিদারুল আলম, প্রচার সম্পাদক মাশহুদুল ইসলাম মাসুদ, সহকারী অফিস সম্পাদক মো. মিজানুর রহমান এবং আইল্যান্ড শাখার সহ-সভাপতি আব্দুল গুফরান সভায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ ফোরাম মালদ্বীপের এই উদ্যোগ প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সমন্বিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন