সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩১
  • 16

অনলাইন ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একটি অংশ হঠাৎ ঝটিকা মিছিল বের করে উত্তেজনা সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তৎপর হয়ে ওঠেন। তারা মিছিলকারীদের ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলকারীরা হাতে ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ফেসবুক পেজে লেখেন—

“নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আজ জিংলাতলী এলাকায় জঙ্গি মিছিল করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জানাতে চাই, কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, প্রতিবাদস্বরূপ দাউদকান্দি বাজার, শহীদনগর, গৌরীপুর মোড়, রায়পুর ও ইলিয়টগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

ঘোষণার পরপরই দাউদকান্দি পৌরসভা, শহীদনগর ও গৌরীপুর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মী হঠাৎ মহাসড়কে মিছিল বের করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা জিংলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

 

See also  বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩১

অনলাইন ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের একটি অংশ হঠাৎ ঝটিকা মিছিল বের করে উত্তেজনা সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তৎপর হয়ে ওঠেন। তারা মিছিলকারীদের ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলকারীরা হাতে ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ফেসবুক পেজে লেখেন—

“নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আজ জিংলাতলী এলাকায় জঙ্গি মিছিল করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জানাতে চাই, কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, প্রতিবাদস্বরূপ দাউদকান্দি বাজার, শহীদনগর, গৌরীপুর মোড়, রায়পুর ও ইলিয়টগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

ঘোষণার পরপরই দাউদকান্দি পৌরসভা, শহীদনগর ও গৌরীপুর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ মিছিল করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “নিষিদ্ধ সংগঠনের কিছু কর্মী হঠাৎ মহাসড়কে মিছিল বের করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে আটক করা হয়েছে। তারা জিংলাতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

 

See also  চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার