
কামরুল ইসলামঃ
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, কুমিল্লা-৭ চান্দিনা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
Reporter Name 









