Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:৫৪ এ.এম

চান্দিনার ৬ কলেজে নতুন ভর্তি ১২শ শিক্ষার্থী; নবীনদের বরণ

আবু সাঈদঃ কুমিল্লার চান্দিনা উপজেলার ৬টি কলেজে নতুন শিক্ষা জীবন শুরু করলো ১২শতাধিক শিক্ষার্থী। উপজেলার বিভিন্ন স্থানে অবস্থানরত কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি হয় তারা। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ায় শিক্ষার্থীরা নতুন পোশাকে কলেজ প্রবেশ করেই অতিথি আপ্যায়নের ন্যায় ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়। নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেয় কলেজে পুরাতন শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা। উপজেলার ৬টি কলেজে অনলাইনে তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ায় ১ হাজার ২২০জন শিক্ষার্থীর মধ্যে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজে সর্বোচ্চ ৪৬০জন, চান্দিনা মহিলা কলেজে ২৬২জন, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজে ৬৫, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজে ১৫৮, দোল্লাই নবাবপুর সরকারি কলেজে ২৪৩ এবং চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সর্বনিম্ন ৩২জন। শুধুমাত্র চান্দিনা দোল্লাই নবাবপুর সরকারি কলেজে ব্যতিত বাকি ৫টি কলেজেই নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে বরণ করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে অন্যান্য কলেজের ন্যায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাষানী অডিটোরিয়ামে নবীনদের বরণ করেন কলেজটির প্রতিষ্ঠাতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ও বীরমুক্তিযোদ্ধা ড.রেদোয়ান আহমেদ। পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতা করে দিক নির্দেশনা দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা কলেজটির অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়া, প্রভাষক সোহেল খাঁন, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল কবির, শিক্ষার্থী জারিন সারা পুস্পিতা, জান্নাতুল মাওয়া নিহা।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন