Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৩:৩৬ পি.এম

দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে ৫ দফা দাবিতে জামায়াতের তিন দিনের কর্মসূচি ঘোষণা

ছালাউদ্দিন রিপনঃ বাংলাদেশের চলমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি। সম্মেলনটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব সাইফুল আলম খান মিলন, জনাব আব্দুর রব, জনাব মোবারক হোমাইনসহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। রাজনৈতিক সংকট ও অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ- লিখিত বক্তব্যে ডা. তাহের বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন। সেই সময়ে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ায় সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। পরবর্তীতে জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তিনি অভিযোগ করেন, অতীতে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি ও দলীয়করণের কারণে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে। তাই সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। এ লক্ষ্যে বিভিন্ন কমিশন গঠন করে সংস্কারের...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন