Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১২:৩৩ পি.এম

চান্দিনায় ইসলামী আন্দোলনের উঠান বৈঠক: নিরাপদ ও কল্যাণমুখী সমাজ গঠনের অঙ্গীকার

ছালাউদ্দিন রিপন: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোয়াগ ইউনিয়ন শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেওকামতা পশ্চিমপাড়া মদিনাতুল উলূম মসজিদ মাঠে এ বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোয়াগ ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা বেলাল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি জনাব সাইফুল ইসলাম, চান্দিনা উপজেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম সিরাজী, ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী, বরকরই ইউনিয়ন সভাপতি মাওলানা সোলাইমান ইব্রাহীমীসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দেশের মানুষ নিরাপদ আশ্রয় পাবে, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। চান্দিনাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করে ইসলামী আদর্শে গড়ে তোলা হবে একটি শান্তিপূর্ণ উপজেলা। তারা আরও উল্লেখ করেন, ইসলামিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং দেশের সম্পদ হবে জনগণের কল্যাণে ব্যবহারযোগ্য। বৈঠকে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণ প্রতিশ্রুতি দেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। উঠান বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন