
অনলাইন ডেস্ক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শেষে রাত ৮টা থেকে ১০টার মধ্যে ভোটের ফলাফল প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান রাশিদুল আলম। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে জাকসু নির্বাচনের ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।
এদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুটি টেবিলে একসঙ্গে ভোট গণনার কাজ চলছে। ভোরে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে ভোট গণনা বন্ধ ছিল। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেসব হলে ভোট গণনা অব্যাহত ছিল।
Reporter Name 














