Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:২২ পি.এম

প্রশাসন স্বজনপ্রীতি করছে: ছাত্রদল ভিপি প্রার্থী

অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগের দিন থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। সাদী হাসান বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে একটি নতুন অভিজ্ঞতা। তবে শুরু থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে অসঙ্গতি, গাফিলতি ও স্বজনপ্রীতি লক্ষ্য করা গেছে। তিনি অভিযোগ করে বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর আওয়ামী ছাত্রসংগঠন ছাত্রলীগকে পুনর্বাসিত করার প্রয়াস দেখা যাচ্ছে। প্রশাসন এ বিষয়ে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি নির্বাচন কমিশনে অবস্থান করে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়েছেন। এমনকি ভোটগ্রহণের জন্য ব্যবহৃত যন্ত্রপাতিও একটি নির্দিষ্ট সংগঠন-সমর্থিত কোম্পানির কাছ থেকে আনা হয়েছে।” ছাত্রদল প্রার্থী জানান, এসব অনিয়ম ঠেকাতে তারা প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গণনার দাবি জানিয়েছিলেন। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি প্রবেশ করে শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টা করেন। তবে শিক্ষার্থীরা তাকে প্রত্যাখ্যান করে হলে থেকে বের করে দেন। শেখ সাদী হাসান দাবি করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় স্বাধীনচেতা। তারা দেশের পক্ষে থাকা শক্তিকে সমর্থন করবে এবং যারা মুক্তিযুদ্ধ ও চব্বিশের আন্দোলনের বিপক্ষে ছিল, তাদের কখনো নির্বাচিত করবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন