Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৫:২৭ পি.এম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তাঁর মায়ের হত্যার ঘটনায় কবিরাজ আটক

অনলাইন ডেস্ক: কুমিল্লা নগরীতে মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৩) এবং তাঁর মা তাহমিনা বেগম (৫২)। সোমবার দুপুরে জেলার নাঙ্গলকোট উপজেলা থেকে আবদুর রব (৭৩) নামের এক কবিরাজকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে মিলেছে সন্দেহভাজনের গতিবিধি র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবদুর রবকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এবং তিনি নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন। তিনি ঝাড়ফুঁকের কাজ করতেন বলে জানা গেছে। ঘটনার দিন সন্দেহজনক যাতায়াত নগরের কালিয়াজুরী এলাকার ‘নেলী কটেজ’ নামের ভবনের নিচতলায় থাকা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রোববার সকাল ৮টার দিকে এক ব্যক্তি ভবনে প্রবেশ করেন এবং বেলা ১১টার দিকে বের হন। কিছুক্ষণ পর আবারও ভবনে ঢুকে তিনি দেড়টা পর্যন্ত অবস্থান করেন। এরপর তাঁর বের হওয়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি, কারণ দুপুরে প্রতিষ্ঠানটি বন্ধ হলে সিসিটিভি ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়। রোববার রাত ১০টা ৪৫ মিনিটে নিহত তাহমিনা বেগমের বড় ছেলে মো. তাজুল ইসলাম বাসায় ফিরে দরজা খোলা অবস্থায় দেখতে পান। ভেতরে ঢুকে লাইট বন্ধ দেখে মা ও বোন ঘুমাচ্ছেন ভেবে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে তাঁদের কক্ষে গিয়ে মৃতদেহ দেখতে পান। পরে ছোট ভাই সাইফুল ইসলামও...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন