Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ৩:০৬ পি.এম

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের

চান্দিনা মেইল অনলাইনঃ  এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। প্রতিটি আন্তর্জাতিক টুর্নামেন্টের মতো এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। রবিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে প্রথম বহর রওনা দেয়। এ সময় উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক জানান, দলের প্রধান লক্ষ্য ট্রফি জয়। তিনি বলেন, “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতি খুব ভালো হয়েছে। সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা মাঠের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে।” জাকের আরও বলেন, ধারাবাহিক পারফরম্যান্সই সাফল্যের মূল চাবিকাঠি। “প্রত্যেকটা ম্যাচ আমরা ধাপে ধাপে খেলব। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের সবাই বিশ্বাস করে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। সেই মানসিকতা নিয়েই মাঠে নামব।” এ সময় পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করেন এই হার্ডহিটার ব্যাটার। তার ভাষায়, “জুলিয়ান আমাদের নিয়ে দারুণ কাজ করেছেন। নতুন স্কিল ও টেকনিকগুলো ব্যাটিংয়ে কাজে লাগবে। সব মিলিয়ে ভালো সময় পার করেছি আমরা।” উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এবারের টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে—যার মধ্যে ১১টি হবে দুবাইয়ে এবং বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে আর ফাইনাল ম্যাচ বসবে দুবাইয়ে।  

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন