আবু সাঈদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন- দেশের মানুষ ও সকল রাজনৈতিক দল যেমন নির্বাচন চায় তেমনি আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীও নির্বাচন চাই। তবে জুলাই সনদের আইনী ভিত্তি ও শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন উৎসবমুখর হবেনা। যে মানবতা বিরোধী অপরাধের কাল্পনিক অভিযোগে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে শহীদ করেছে সেই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকেও ওই ফাঁসির মঞ্চে ঝুলানোর পর আমরা নির্বাচন চাই। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন- বিডিআর হত্যাকান্ড থেকে শুরু করে ’২৪এর ছাত্র-জনতার উপর বর্বোরোচিত হামলার এবং দেশের সকল পৈশাচিক হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী খুনি শেখ হাসিনা তার নিজ ঠিকানা ভারতে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রবল আকাঙ্খা ও ইচ্ছার প্রতিফলন ঘটবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সম্প্রতি সিইসি’র এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন- আমরা যদি প্রশ্ন করি, অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? পাঁচ বছরের আগে নির্বাচন কি সংবিধানে আছে? তাহলে সিইসি সাহেব আওয়ামী লীগের পাঁচ বছর তো এখনও শেষ হয় নাই, তাহলে আপনি কিভাবে সিইসি হলেন? সুতরাং এরকম অযৌক্তিক কথা আমরা কোন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে শুনতে চাই না। পিআর পদ্ধতির বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্যে করে তিনি বলেন- যারা এতোদিন...