Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৬:১৩ পি.এম

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইজখার ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় বদরপুর ফাযিল মাদ্রাসার অডিটোরিয়াম কক্ষে এ কর্মী সভার আয়োজন করা হয়। ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মারুফ হোসেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সমন্বয়কারী ক্বারী সোলাইমান হোসেন, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী এবং ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ। সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। কর্মী সভায় ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।  

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন