চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান - মুক্তিযোদ্ধাদের রক্তে বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না আবু সাঈদঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন- ‘শেখ হাসিনা সংবিধানের উপর ভিত্তি করে স্বৈরাচার হয়নি। স্বৈরাচারি কর্মকান্ডের কারণে সে স্বৈরাচার হিসেবে আত্মপ্রকাশ করেছে। জামায়াতে ইসলামী এবং এনসিপি বলছে ৭২ এর সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে।’ তিনি প্রশ্ন করেন- কেনো ছুড়ে ফেলে দিতে হবে। মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না। ১৭ বার সংবিধান সংশোধন হয়েছে। প্রয়োজনে একশ বার সংশোধন হবে। এই সংবিধানের উপর ভিত্তি করে বাংলাদেশ চলবে। কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মহিচাইল ইউনিয়ন এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন- জামায়াতে ইসলামী অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে জাতিকে বিভ্রান্ত করছে। ৭১-এ আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ২৪ এ ছাত্রদের সাথে স্বৈরাচার পতনের আন্দোলনে যে অভ্যুত্থান হয়েছে সেটা স্বাধীনতা নয়। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নির্দেশে বিএনপি’র সাথে যুগপৎ আন্দোলনে সব সময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে স্বোচ্চার ছিলাম। সম্মেলনে মহিচাইল ইউনিয়ন এলডিপি’র সভাপতি আবু তাহের ভূইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি’র সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের. সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ। গণতান্ত্রিক যুবদল নেতা প্রভাষক সোহেল খান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে...