Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৫, ৭:২৬ পি.এম

ইসলামি আন্দোলনের হেভিওয়েটরা কে কোন আসনে লড়বেন

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। সংখ্যানপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলনের পাশাপাশি ইসলামপন্থিদের ভোট এক বাক্সে নিয়ে আসার লক্ষ্যে সমঝোতার চেষ্টাও চালাচ্ছে দলটি। তার আগে নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি। প্রাথমিক এ তালিকায় দলটির শীর্ষ পর্যায়ের ও হেভিওয়েট নেতাদের পাশাপাশি রয়েছেন অনেক তরুণ আলেমও। ইতিমধ্যে মাঠপর্যায়ে কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন তারা। সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের সাবেক একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি শীর্ষ নেতৃত্বে থাকা দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতারাও প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। তরুণ নেতৃত্বের পাশাপাশি আঞ্চলিক প্রভাবশালী নেতাদের গুরুত্ব দিয়ে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করেছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মধ্যে তরুণদের অন্তর্ভুক্তি নির্বাচনি মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমসহ শীর্ষ নেতাদের প্রার্থিতা ইসলামি ভোটব্যাংকে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে। দলীয় নেতারা জানান, ইসলামি আন্দোলন বাংলাদেশ শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, জনগণের কাছে বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে চায়। এজন্য তৃণমূলে ধারাবাহিক গণসংযোগ, জনসভা ও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলটি। জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। এরপর প্রতি আসনে একজন করে মোট ৩০০...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন