Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:২৩ পি.এম

চান্দিনায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছালাউদ্দিন রিপনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চান্দিনায় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্টেশন থেকে র‌্যালিটি শুরু হয়ে নাওতলা ঘুরে পুনরায় স্টেশনে গিয়ে শেষ হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। র‌্যালির আগে তিনি প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আনন্দ র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূঁইয়া, বর্তমান সাধারণ সম্পাদক কাজী আরশাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রব, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সরকার কমিশনার ও কামাল হোসেন কমিশনার, পৌর যুবদল আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সি, উপজেলা যুবদল আহ্বায়ক সহকারী অধ্যাপক মাওলানা আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী, ছাত্রদল আহ্বায়ক শরীফ খান, শ্রমিকদল আহ্বায়ক খায়ের মৃধা, ওলামা দল আহ্বায়ক মাওলানা তাজুল ইসলাম, মহিলাদল সভাপতি জেসমিন আক্তার, তাঁতীদল নেতা মোস্তফা কামাল, জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি শান্তি রঞ্জন রায়সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। র‌্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন