
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সেপ্টেম্বর উইন্ডোতে নেপাল সফরে খেলছেন না ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচগুলোর জন্য বুধবারই রওনা হবে তপু বর্মণরা। তবে হামজার অনুপস্থিতি নিশ্চিত হওয়ায় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের জানান, “নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ক্লাবের সূচি এবং তার সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না—এ তথ্য আমাদের জানিয়েছে তার এজেন্ট।”
হামজাকে দলে পেতে বাফুফে লেস্টার সিটিকে চিঠিও দিয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলারদের ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডুতে থাকার কথা ছিল। এমনকি সরাসরি নেপালে পাঠানোর পরিকল্পনাও করেছিল ফেডারেশন। তবে ভবিষ্যতের সম্পর্ক ও সমঝোতার কথা মাথায় রেখে লেস্টার এবং হামজার এজেন্টের সঙ্গে নমনীয় অবস্থান নেয় বাফুফে।
গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে মাঠে নামেন হামজা। ২-০ গোলে জয় পেলেও ম্যাচ চলাকালীন বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান তিনি। কিছুক্ষণ খুড়িয়ে হাঁটার পর বদলি হিসেবে মাঠ ছাড়েন এই মিডফিল্ডার। যদিও লেস্টার সিটি কিংবা ইংলিশ গণমাধ্যমে তার চোট নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ হয়নি, হামজা নিজেই ম্যাচ-পরবর্তী কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি কিছুটা হতাশার খবর হলেও, ভবিষ্যতে জাতীয় দলের হয়ে হামজার অংশগ্রহণের আশায় রয়েছে বাফুফে।
Reporter Name 















