অনলাইন ডেস্ক ভোলায় নিজ বাসা থেকে ডেকে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। কে বা কারা সাইফুল্লাহকে হত্যা করে নিজ বাসার সামনে রেখে গেছে তা এখনো নির্ণয় করতে পারেনি পুলিশ। নিহত সাইফুল্লাহ আরিফ (৩০) ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের বশির মাস্টারের একমাত্র ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সাইফুল্লাহ’র বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বশির আহমেদ মাস্টার জানান, শুক্রবার রাতে একসাথে খাবার খেয়ে ঘুমাতে যাই। পরক্ষণে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে উঠে বাসার সামনে সাইফুল্লাহ আরিফের লাশ দেখতে পাই। ব্যবসায়ী ও রাজনৈতিক বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেন। সাইফুল্লাহ আরিফ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি ভোলা সদর হাসপাতালের সামনে ব্যবসা করতেন। এ বিষয়ে ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানান, কেনো কি কারণে ঘটনা ঘটেছে এখনো কোনো তথ্য উদঘাটন করা যায়নি। তবে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।