সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার ঢাকাস্থ চান্দিনা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫–২৬ অর্থবছরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উইন্ডোজের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে গুগল, পিসিতেই মিলবে অ্যান্ড্রয়েড অ্যাপ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহত প্রায় ৬০০, নিখোঁজ শতাধিক দেবিদ্বারে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক কুমিল্লা ফুডপান্ডায় নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা অবস্থা ‘অপরিবর্তিত’ এখনও ‘শঙ্কামুক্ত নন’ বেগম খালেদা জিয়া মঞ্চে লাল গালিচার ব্যবহার কীভাবে এলো? জানুন এর ইতিহাস

নুরের উপর হামলা করে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চলছে -এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

আবু সাঈদ: 

গণধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলা করে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ বলেন- ভিপি নুরের উপর হামলা আমাদের দেশের রাজনৈতিক পরিবেশে আরও একবার অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করছে। এমন হামলার মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকারকে আঘাত করা হয়েছে। আমি এলডিপি’র পক্ষ থেকে এমন ন্যাক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এলডিপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক সহিষ্ণুতা ও স্বতন্ত্র মতামত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে সবাইকে একত্রিত হতে হবে। এলডিপি নেতৃবৃন্দ এবং দলের সদস্যরা ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়া দেশের সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান যেন তারা নিজেদের রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও একত্রিত হয়ে এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

গল্লাই ইউনিয়ন এলডিপি’র সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মহিলা এলডিপি’র সভাপতি ইয়াসমিন আক্তার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের

চান্দিনায় চুরির জেরে রাজনৈতিক দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চিলোড়া বাজার

নুরের উপর হামলা করে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চলছে -এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ

৩০ অগাস্ট ২০২৫, ৯:৩৫

আবু সাঈদ: 

গণধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলা করে নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে তাঁর নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলডিপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ বলেন- ভিপি নুরের উপর হামলা আমাদের দেশের রাজনৈতিক পরিবেশে আরও একবার অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি তৈরি করছে। এমন হামলার মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকারকে আঘাত করা হয়েছে। আমি এলডিপি’র পক্ষ থেকে এমন ন্যাক্কার জনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

এলডিপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক সহিষ্ণুতা ও স্বতন্ত্র মতামত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনতে সবাইকে একত্রিত হতে হবে। এলডিপি নেতৃবৃন্দ এবং দলের সদস্যরা ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়া দেশের সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান যেন তারা নিজেদের রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও একত্রিত হয়ে এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

গল্লাই ইউনিয়ন এলডিপি’র সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- মহিলা এলডিপি’র সভাপতি ইয়াসমিন আক্তার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু প্রমুখ।

See also  এলডিপি থেকে সদ্য বহিষ্কৃত নেতার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ, থানায় একাধিক মামলা দায়ের