Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৭:১৭ পি.এম

নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি

চান্দিনা মেইল অনলাইনঃ বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি পোগ্রামের আওতায় এ সুযোগ মেলে। যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল  ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান। দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা। এই প্রোগ্রামের সুবিধাগুলো কী কী? যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন— পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ। নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা। সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)। নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা। স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ। রেসিডেন্সির প্রকারভেদ; এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়— স্থায়ী রেসিডেন্সি: এর জন্য এককালীন আপনাকে ৮ লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে। নবায়নযোগ্য রেসিডেন্সি: এর জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে। কারা আবেদন করতে পারবেন? আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে— বয়স ২১ বছরের বেশি হতে হবে। নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন