Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৮:০৭ পি.এম

চান্দিনাকে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি মুফতি এহতেশামুল হক কাসেমীর

বিশেষ প্রতিনিধিঃ  ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা ৮নং বরকইট ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বাদ আছর মধ্যমতলা উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি জনাব আব্দুল বাতেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী। প্রধান অতিথির বক্তব্যে মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন, “চান্দিনা দীর্ঘদিন যাবত মাদক ও দুর্নীতির ভয়াবহ ছোবলে জর্জরিত। যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে, পরিবারে অশান্তি বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ, আমরা জনগণকে সঙ্গে নিয়ে চান্দিনাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি আদর্শিক সমাজে রূপান্তরিত করবো।” তিনি আরও বলেন, “ অনেকের মনে প্রশ্ন থাকে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে অন্যান্য ধর্মের মানুষদের নিরাপত্তা কতটুক বজায় থাকবে? আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই, চান্দিনা একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক অঞ্চল। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং ন্যায়-ভিত্তিক সামাজিক কাঠামো প্রতিষ্ঠিত হবে।” কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাহাদী হাসান, যুব আন্দোলন...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন