বিশেষ প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা ৮নং বরকইট ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বাদ আছর মধ্যমতলা উচ্চ বিদ্যালয় মাঠে বরকইট ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ডের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি জনাব আব্দুল বাতেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুফতি এহতেশামুল হক কাসেমী। প্রধান অতিথির বক্তব্যে মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন, “চান্দিনা দীর্ঘদিন যাবত মাদক ও দুর্নীতির ভয়াবহ ছোবলে জর্জরিত। যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে, পরিবারে অশান্তি বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ, আমরা জনগণকে সঙ্গে নিয়ে চান্দিনাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি আদর্শিক সমাজে রূপান্তরিত করবো।” তিনি আরও বলেন, “ অনেকের মনে প্রশ্ন থাকে ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে অন্যান্য ধর্মের মানুষদের নিরাপত্তা কতটুক বজায় থাকবে? আমরা দীপ্ত কন্ঠে বলতে চাই, চান্দিনা একটি বহুধর্মীয় ও বহুসাংস্কৃতিক অঞ্চল। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাই যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং ন্যায়-ভিত্তিক সামাজিক কাঠামো প্রতিষ্ঠিত হবে।” কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন ভুইয়া, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাহাদী হাসান, যুব আন্দোলন...