Logo
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৭:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:১০ পি.এম

‘আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’

চান্দিনায় ‘আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’—এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যটি দিয়েছেন, চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের। ভাইরাল হওয়ার পরই এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বক্তব্যটি ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ওই বক্তব্যটি গত ১৬ আগস্টের। ওইদিন বিকেলে চান্দিনা উপজেলার গল্লাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে এমন বক্তব্য দেন তিনি। ১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে যুবদল নেতা আবুল খায়েরকে বলতে শোনা যায়, ‘ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব। প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো। যেখানে ধানের শীষ থাকবে। ধানের শীষ থাকবে চান্দিনায়।’ ভাইরাল এই বক্তব্যটির বিষয়ে জানতে চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়েরের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি বার বার সংযোগ কেটে দিয়েছেন। চান্দিনা উপজেলা বিএনপির আহ্বায়ক আতিকুল আলম শাওন জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তার ভাষ্যমতে, তিনি ওই কর্মী সম্মেলনে উপস্থিত থাকলেও উক্ত বক্তব্যটি শোনেননি। মিডিয়া কর্মীদের তিনি আরও বলেন, “আপনাদের কাছে যে ভিডিওটি রয়েছে, সেটি আমাকে পাঠান। আমি ভিডিওটি দেখে তারপর আপনাদের জানাব।” কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন (ভিপি শাহীন) বলেন, বক্তব্যটির বিষয়ে আমি আবুল খায়েরকে জিজ্ঞেস করেছি। তিনি জানিয়েছেন, চান্দিনায় সাবেক সংসদ সদস্য এলডিপি নেতা রেদোয়ান আহমেদ কিছুদিন আগে এক বক্তব্যে বলেছিলেন, “চান্দিনায় ধানের শীষ কোনো প্রতীক থাকবে না।” সেই বক্তব্যের...

Read More..
Copyright © 2025 চান্দিনা মেইল. All rights reserved.
প্রিন্ট করুন সেভ করুন